ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সন্দ্বীপে অপহৃত শিশু জারিফের সন্ধান মেলেনি ৩৬ ঘন্টায়ও!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার স্কুল ভ্যান থেকে নামিয়ে অপহরণ করা ছয় বছরের শিশু আওসাফ হোসেন জারিফের সন্ধান মেলেনি ৩৬ ঘণ্টায়ও।   

মঙ্গলবার দুপুরে স্থানীয় ‘আইল্যান্ড কিন্ডার গার্ডেন’ স্কুল ছুটির পর ভ্যান থেকে বোরকা পরা এক নারী নানীর পরিচয়ে ওই শিশুকে নামিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায়।     

জারিফের বাবা সন্দ্বীপে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সন্তান নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছেই।  

জারিফ নিখোঁজ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জারিফের সন্ধান চেয়ে অগণিত পোস্ট করা হয়েছে। নিখোঁজ সংবাদ পেয়ে পুলিশের পাশাপাশি উপজেলার হাজারও তরুণ ব্যাক্তিগত উদ্যোগে উদ্ধার অভিযানে নামে। তারা সন্দ্বীপের চারপাশের নৌঘাটগুলোতে সতর্ক দৃষ্টি রাখে। এছাড়া এলাকায় মাইকিং করে সবাইকে এই ব্যাপারে সচেতন করা হয়। এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন চট্টগ্রামের সার্কেল এএসপি।

সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, শিশু জারিফ অপহরণ কোন স্বাভাবিক ঘটনা নয়। গতকাল থেকে আইন-শৃঙ্খলাবাহিনী উদ্ধার অভিযানে কাজ করছে। কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত করছে অপহরণের ঘটনাটি। এর মধ্যে পরিবারটির সঙ্গে কারো সাথে বড় রকমের বিরোধ আছে কিনা। এখানে সংঘবদ্ধ কোন চক্র জড়িত আছে কি না? এসব খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সন্দেহজন এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ভ্যান থেকে কেউ একজন নিয়ে গেছে জারিফকে। এই বিষয়ে সন্দ্বীপ থানায় মামলা করেছে জারিফের পরিবার।   

কেআই/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি